
মুজিবপিডিয়া কী?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সব অর্থেই সমার্থক। ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস যেমন বঙ্গবন্ধুর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত, তেমনি বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে যুক্ত বাঙালির মুক্তির ইতিহাসও। জাতির পিতার ঘটনাবহুল রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত নিয়েই প্রকাশ পাচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বাংলাভাষায় রচিত সবচাইতে অথেনটিক এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ- ‘মুজিবপিডিয়া’। ৯৭ জন লেখক-গবেষকের দুই বছরের নিবিড় গবেষণার পর এ মহাগ্রন্থে যুক্ত করা হয়েছে ৫৯১টি ভুক্তি ও প্রায় ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র। সর্বোপরি বঙ্গবন্ধুর পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সম্পাদনা ও সংশোধন করে দিয়েছেন স্বয়ং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদনা পর্ষদ

কামাল চৌধুরী
প্রধান সম্পাদক

ফরিদ কবির
সম্পাদক

আবু মো. দেলোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক

মো. ফাখরুল ইসলাম চৌধুরী
যুগ্ম-সম্পাদক
